সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩–এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাত ৮ টায় ভূটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। সেমিফাইনালে উঠতে হলে জয়ের পাশাপাশি অন্য ম্যাচের ফলাফলের দিকেও নজর রাখতে হবে জামাল ভুঁইয়াদের।
বুধবার (২৮ জুন) ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে গ্রুপ পর্বের তলানিতে থাকা ভূটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বেশ আত্মবিশ্বাসী স্প্যানিশ কোচ ক্যাবরেরার শিষ্যরা। তবে দীর্ঘ ১৪ বছর পর সাফের সেমিতে খেলার হাতছানি বাংলাদেশের সামনে।
তবে ড্র করলেও সেমিতে যাওয়ার সম্ভাবনা থাকবে লাল–সবুজদের, সেক্ষেত্রে বেশ কঠিন সমীকরণের মুখোমুখি হতে হবে। তাহলে দিনের অপর ম্যাচে লেবাননের বিপক্ষে পয়েন্ট হারাতে হবে মালদ্বীপকে। যদি মালদ্বীপ ও বাংলাদেশের পয়েন্ট সমান হয়, গোল ব্যবধানের ঝামেলায় পড়তে হবে বাংলাদেশকে। তবে মালদ্বীপের বিপক্ষে জয় পাওয়ায় সেমির দৌড়ে এগিয়ে থাকবে বাংলাদেশই।
সমান তিন পয়েন্ট ও সমান গোল ব্যবধান নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে বাংলাদেশ এবং তিনে রয়েছে মালদ্বীপ। আর দুই ম্যাচের দুইটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অতিথি দল লেবানন।
দিনের অপর ম্যাচ বিকেল ৪ টায় মালদ্বীপ বনাম লেবানন।
ইমাম/দীপ্ত নিউজ