নাটোরের লালপুরে অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র প্রদান ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এক প্রতারককে আটক করেছে র্যাব–৫।
শুক্রবার (১৯ এপ্রিল) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক আব্দুল্লাহ মওদুদ।
কোম্পানি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকালে লালপুর উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালানো হয়।এসময় প্রতারক মিলন ইসলাম ওরফে মোস্তাককে(৩৪) আটক করা হয়। তার কাছ থেকে একটি ভুয়া নিয়োগপত্র ও একটি ষ্ট্যাম্প পেপার জব্দ করা হয়। আটকৃত মোস্তাক লালপুর উপজেলার মোহরকয়া এলাকার নূর মোহাম্মদ মালিথার ছেলে।
মোস্তাক ভুক্তভোগী শফিকুল ইসলামের ছেলেকে বাংলাদেশ সেনাবাহিনীর “সৈনিক পদে” নিয়োগ দেওয়ার নামে প্রতারণা করে তার কাছ থেকে কয়েক দফায় নগদ ও চেকের মাধ্যমে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগী শফিকুল ইসলামও একই এলাকার মৃত রাহাত আলী মন্ডলের ছেলে।
কোম্পানি অধিনায়ক আরো জানান, ভুক্তভোগী শফিকুল ইসলাম ছেলেসহ নিয়োগ পত্র নিয়ে ২০২৩ সালের ৩১ জুলাই সকালে চট্রগ্রামের বায়োজিত ক্যান্টনমেন্টের সামনে গিয়ে জানতে পারেন তার নিয়োগ পত্রটি ভুয়া। পরে প্রতারক মোস্তাকের সাথে যোগাযোগ করলে সে টাকা ফেরত দিবে বলে এলাকায় ফিরে আসতে বলে। পরে টাকা ফেরত না দিলে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে র্যাব অভিযানে নামে।
আটক মিরন ইসলাম মোস্তাক স্থানীয়দের সামনে অভিযোগের সত্যতা স্বীকার করে জানায়,সে চাকুরী প্রত্যাশীদের প্রলোভন দেখিয়ে অর্থের বিনিময়ে সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকুরী দেওয়ার কথা বলে কৌশলে প্রতারণার মাধমে কম্পিউটারে ইডিটিং করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেনাবাহিনীর মনোগ্রামসহ সিল মোহর ও স্বাক্ষর ব্যবহার করে ভুয়া নিয়োগপত্র তৈরী করে চাকুরী প্রত্যাশীদের প্রদান করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
এঘটনায় ভুক্তভোগী শফিকুল ইসলাম বাদী হয়ে নাটোর জেলার লালপুর থানায় আটক মিলন ইসলাম মোস্তাকের বিরুদ্ধে প্রতারনা মামলা দায়ের করেন।
সাহেদুল/ আল / দীপ্ত সংবাদ