পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কামার জাভেদ বাজওয়ার পরামর্শে পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক সংসদ ভেঙে দেওয়ার কথা স্বীকার করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার (২৪ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ স্বীকারোক্তি দিয়েছেন।
পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও টিভি জানিয়েছে, ইমরান খান তাঁর সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্ট আরিফ আলভির উপস্থিতিতে সেনাপ্রধানের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। সেখানে সেনাপ্রধান বাজওয়া ইমরানকে বলেছিলেন, যদি নির্বাচন চান, তাহলে আপনার প্রাদেশিক সংসদগুলো ভেঙে দিন।
কিন্তু পরবর্তী সময়ে জেনারেল বাজওয়া তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেননি বলে অভিযোগ করেন ইমরান খান। তিনি আরও বলেন, ‘ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) প্রধান পরে আমাকে বলেছিলেন যে শাহবাজ শরিফকে ক্ষমতায় আনতে চান বাজওয়া। এমনকি গত বছর মধ্যপ্রাচ্যের একজন নেতাও আমাকে বলেছিলেন, বাজওয়া আর আপনার সঙ্গে নেই।’
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রিত্ব হারান পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান।
এমি/দীপ্ত