নিখোঁজ হওয়ার ২০ ঘন্টা অতিক্রান্ত হলেও উদ্ধার করা সম্ভব হয়নি মায়ের সাথে ঘুরতে এসে সেতু থেকে পড়ে যাওয়া সাড়ে ৪ বছরের শিশু সিনথিয়াকে। এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও কোষ্টগার্ডের ডুবুরি দল।
বুধবার (২৬ এপ্রিল) বিকেলে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতি গ্রামের কাউসার খান ও হাফসা দম্পতির একমাত্র মেয়ে সিনথিয়াকে নিয়ে ভান্ডারিয়া শিশুপার্কে ঘুরতে আসে তার মা হাফসা। ফেরার পথে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পার্কের পাশের বেইলি ব্রিজের গার্ডারের ভাঙ্গা অংশ দিয়ে মায়ের হাত থেকে খরস্রোতা পোনা নদীতে ছিটকে পড়ে শিশুটি। খবর শুনে ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের ডুবুরী দল তা উদ্ধারে প্রচেষ্টা চালায়।
রাতে না খুঁজে পেয়ে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৭টা থেকে আবার শুরু করে তাদের উদ্ধার অভিযান। সাথে যোগ দেয় বরিশাল কোষ্টগার্ডের আরেকটি ডুবুরি দল।
এমি/দীপ্ত