পটুয়াখালীর কলাপাড়ায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় স্থাপিত সূর্যমুখী প্রদর্শনীভূক্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় কলাপাড়া কৃষি অফিসের আয়োজনে উপজেলার পশ্চিম টিয়াখালী গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ে রবীন্দ্রশ্রী বড়ুয়া। এসময় কৃষকরা সূর্যমূখি চাষে তাদের সমস্যাগুলো তুলে ধরেন। পরে প্রধান অতিথি সেচ ব্যবস্থা ও সূর্যমূখি বীজ ভাঙানোর মেশিন স্থাপন সহ কৃষকদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
কৃষি মন্ত্রনালয়ে রবীন্দ্রশ্রী বড়ুয়া বলেন, ‘আমরা ভোজ্য তেলের যে প্রকল্পটা হাতে নিয়েছি এটি বাংলাদেশের ফ্লাকশিপ প্রকল্প। আমরা তিন বছরের মধ্যে বাংলাদেশের ভোজ্য তেল, ৪০ শতাংশ অভ্যন্তরীণভাবে তৈরির যে পরিকল্পনা নিয়েছি, এটার যে একটা গতি সঞ্চার হয়েছে তা আমরা ধরে রাখতে চাই।‘
আফ/দীপ্ত সংবাদ