বিশ্বকাপ মিশন শুরুর আগে বাংলাদেশের স্পিন বোলারদের প্রস্তুতি নিয়ে দুর্ভাবনার একটি জায়গা আপাতত কেটে গেছে। হোবার্টে অনুশীলনের শুরু থেকেই স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে পাচ্ছে দল।
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে বিশ্বকাপ প্রস্তুতি পর্বে বাংলাদেশ দল ব্রিজবেনে এলেও সেই দলে ছিলেন না হেরাথ। ক্রাইস্টচার্চে প্রচণ্ড ঠাণ্ডায় নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। লঙ্কান এই স্পিন গ্রেট তখন চলে যান মেলবোর্নে তার পরিবারের কাছে। সেখানেই চলে তার চিকিৎসা।
ব্রিসবেনে স্পিনারদের প্রস্তুতি চলে বিশেষজ্ঞ কোচ ছাড়াই। টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম অবশ্য খেলোয়াড়ী জীবনে ছিলেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। দলের স্পিন অনুশীলনটা তিনিই চালিয়ে নিচ্ছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় একটু সংশয় ছিল হেরাথকে পাওয়া নিয়ে।
৪৪ বছর বয়সী সাবেক এই লঙ্কান স্পিনার সংবাদমাধ্যমকে নিজেই নিশ্চিত করলেন, আজই হোবার্টে যাচ্ছেন তিনি।