যদি কোনো কারণে সুষ্ঠু নির্বাচন না হয়, তবে রাষ্ট্র নিজেই ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন, নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
মঙ্গলবার সকালে রাজধানীতে সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির শেষ দিনে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন তিনি। আরও বলেন, নির্বাচন কমিশনের একটিই নির্দেশনা, সেটি হলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন করা।
এক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দলমতের উর্ধ্বে উঠে সবাইকে দায়িত্ব পালনের আহবান জানান তিনি। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জানান, ভোটের দিন যাতায়াত সুবিধার জন্য গণপরিবহন, প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা চলাচলের অনুমতি দেয়া হবে। তবে চলবে না মাইক্রোবাস ও মোটরসাইকেল।
আল/ দীপ্ত সংবাদ