এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছেন বক্সিংয়ে বাংলাদেশের পরিচিত মুখ সুরো কৃষ্ণ চাকমা।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত প্রো–বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইটে তিনি নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়েছেন।
আটটি বাউটে দেশ–বিদেশের খ্যাতনামা বক্সাররা অংশগ্রহণ করলেও সবার নজর ছিল এশিয়ান চ্যাম্পিয়নশিপ ম্যাচে। আট রাউন্ডের হাইভোল্টেজ যেই বাউটে মুখোমুখি হয়েছিলেন সুরোকৃষ্ণ ও মহেন্দ্র বাহাদুর।
কানায় কানায় ঠাসা দর্শক সারির তুমুল সমর্থন ছিল সুরোর দিকেই। উৎসহ যোগাতে দর্শক সারিতে উপস্থিত ছিলেন প্রতিভাবান এই বক্সারের মা ও পরিবার। আর তাতেই যেন চ্যাম্পিয়নশিপ বেল্ট জেতার বাড়তি উৎসাহ পান সুরোকৃষ্ণ।
বাংলাদেশের প্রো–বক্সিংয়ের আয়োজক এক্সবিসি। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, নেপাল, ভারতের বক্সাররা এতে অংশগ্রহণ করেন। ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।
ম্যাচ শেষে সুরো কৃষ্ণ চাকমার হাতে চ্যাম্পিয়নশিপ বেল্ট তুলে দেন বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের চেয়ারম্যান আদনান হারুন।
আল /দীপ্ত সংবাদ