যে দলটা আইসিসি ওয়ানডে সুপার লিগ তিন নম্বরে থেকে শেষ করেছিল, সেই দলটাই বিশ্বকাপে এসে আফগানিস্তানকে হারানো ছাড়া অন্য কোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। এমনকি আইসিসির সহযোগী সদস্য দেশ নেদারল্যান্ডসের কাছেও হেরেছে বড় ব্যবধানে।
তাই বলা যায়, বিশ্বকাপের অন্যতম বিস্ময়ের নাম বাংলাদেশ। সেটা অবশ্য মাঠে ভালো খেলে নয়, খারাপ খেলে।
এমন ব্যর্থ এক বিশ্বকাপ শেষে দলকে কতটা সামনে এগিয়ে নিতে পারবেন হাথুরুসিংহে— আজ এই প্রশ্নটারই মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশ দলের কোচকে।
আগামীকাল সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে
। সেই ম্যাচ সামনে রেখে রবিবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হন হাথুরুসিংহে।
তিনি বলেন, দল নিয়ে কাজ করার সুযোগ খুব একটা পাননি। এই বিশ্বকাপের পরই তাঁর আসল কাজ শুরু হবে। মাত্র সাত মাস হয়েছে দায়িত্ব নিয়েছি। সাত মাসে আমার খুব বেশি কিছু করার ছিল না। আমি যেটা করেছি সেটা হলো, দলটা যেখানে ছিল সেখান থেকে নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছি। আসলে আমার কাজটা শুরু হবে বিশ্বকাপের পর। হাথুরুসিংহের মতে, বিশ্বকাপের প্রস্তুতি আলাদাভাবে নিতে হয়। এরপর দলকে সামনে নিয়ে যেতে হয়, যা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ।
হাথুরুসিংহে বলেন, ‘এ দলের অন্য সবার মতো এই ব্যর্থতার দায় আমিও নিচ্ছি। আমরা সমর্থকদের হতাশ করেছি, একই সঙ্গে আমরা নিজেদেরও হতাশ করেছি। আমরা নিজেদের সেরা খেলা খেলতে পারিনি। কিন্তু প্রথম ম্যাচ থেকে এ পর্যন্ত কিছুই পরিবর্তন হয়নি। শুধু একটা যে জিনিস পরিবর্তন হয়েছে, সেটা আমাদের মাথার মধ্যে যা ঘুরছে, আমাদের চিন্তাভাবনা।’
হাথুরুসিংহে এখানেই থামেননি। তিনি এরপর যোগ করেন, ‘আমাদের দক্ষতা কোথাও চলে যায়নি। তাই আমি মনে করি, আমরা অতিমাত্রার প্রত্যাশার সামনে নুয়ে পড়েছি। এই একটা বিষয় নিয়েই আমরা ভাবতে পারি। আমরা আসলে নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি।’
হাতুরু বলেন, গত সাতমাসে অনেককিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে ঘটেছে বলে মন্তব্য হাথুরুসিংহের, ‘দেখুন আমি সাত মাস আগে কাজ শুরু করেছি। আমার হাতে কেবল সাত মাস সময় ছিল। এর মাঝে বেশ কিছু জিনিস ঘটেছে যা আমার নিয়ন্ত্রণে ছিল না। আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করা কিংবা ভাবার সঠিক সময় নয়। ’
হাথুরুসিংহেকে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বকাপের পর বাংলাদেশের কোচের পদে আর থাকতে পারবেন কি না! এই প্রশ্নের উত্তরটা হাথুরুসিংহে দিয়েছেন এভাবে, ‘আমাদের সবাইকে আয়নার সামনে দাঁড়াতে হবে এবং দেখতে হবে কী ভুল হয়েছে। আর আমার কোচ হিসেবে থেকে যাওয়ার কথা—এটা আমার হাতে নয়। এই সিদ্ধান্ত বোর্ড নেবে।’
মোরশেদ আলম/দীপ্ত নিউজ