ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে আবার দেখা হবে, দুই চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল–আর্জেন্টিনার। ২৬ মার্চ ভোর ৬টায় সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে ফুটবলের এই দুই পরাশক্তি। বাছাইপর্বে ১৩ রাউন্ড শেষে আর্জেন্টিনার অবস্থান শীর্ষে থাকলেও ব্রাজিল আছে ৩ নম্বরে। আর হাইভোল্টেজ এ ম্যাচে নেই নেইমার, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজের মতো তারকারা।
সময়টা ২০২৩। বিশ্বকাপ বাছাইয়ে সেবার ভঙ্গুর অবস্থায় থাকা ব্রাজিলকে তাদেরই ঘরের মাঠে ১–০ গোলে হারায় আর্জেন্টিনা। সেই হারের প্রতিশোধ কি এবার নিতে পারবে ব্রাজিল! সেটা দেখার অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব।
সেরা দু–দলের ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তাপ ছড়াতে শুরু করেছে। তবে চোটের মিছিলে দুই জায়ান্টেরই ভঙ্গুর অবস্থা।
ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন দলের বড় তারকা নেইমার। হলুদ কার্ড সমস্যা থাকায় ৯ জন খেলোয়াড় ছিলেন নিষেধাজ্ঞার শঙ্কায়। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে সেই শঙ্কাকে কাটিয়ে ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনহাদের মতো তারকারা বেচে গেলেও গ্যাব্রিয়েল ম্যাগালহেস, ব্রুনো গুইমারায়েস দুজনই দেখেছেন হলুদ কার্ড। চোটের কারণে ছিটকে গেছেন গোলরক্ষক আলিসন। তার জায়গায় দলে যুক্ত হয়েছেন ওয়েভের্তন। এছাড়া জোয়াও গোমেজ ও এদেরসন এবং বেরালদোকে দলে যুক্ত করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।
চোটের কারণে আর্জেন্টিনা আগেই ছিটকে গেছেন কিংবদন্তি লিওনেল মেসি। এছাড়াও নেই লো সেলসো ও আলেহান্দ্রো গার্নাচো, পাওলো দিবালা, লাউতারো মার্তিনেজও থাকছেননা এ লড়াইয়ে। আক্রমণভাগ সামলাতে আলভারেজের সঙ্গে নিকোর গঞ্জালেসের উপর আস্থা ছিল কোচ স্ক্যালোনির। তবে উরুগুয়ে ম্যাচে বদলি নেমে লাল কার্ড দেখায়, দল সাজানো নিয়ে পড়তে হচ্ছে বাড়তি চিন্তায়।
প্রতিবেশী দুদল এ পর্যন্ত মুখোমুখি হয়েছে ১১০ বার। জয়ের পাল্লা ব্রাজিলের দিকে ভারি তাদের ৪৩ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় ৪১টি। আর ২৬ ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। যেখানে বিশ্বকাপে বাছাইপর্বে ১০ বারের দেখায় ৪ জয় ব্রাজিলের এবং তিন জয় আছে আর্জেন্টাইনদের।
ইশান হাসান/এজে/দীপ্ত সংবাদ