মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ১২৫টি। ২০২৩২৪ সালের বাঘ জরিপে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সচিবালয়ে জরিপের ফল প্রকাশ করে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২০১৮ সালের তুলনায় ২০২৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ৯ দশমিক ৬৫ শতাংশ এবং ২০১৫ সালের তুলনায় ১৭ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। ২০১৮ সালে বাঘ ছিলো ১১৪টি। ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত এ জরিপ চালানো হয়। সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা এলাকার ৬০৫টি গ্রীডে স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে বাঘের তথ্য নেয়া হয়। এক হাজার ২১০টি ক্যামেরায় ১০ লাখের বেশি ছবি ও ভিডিও ফুটেজ থেকে বাঘের ছবি পাওয়া যায় ৭ হাজার ২৯৭টি। সেখান থেকে ডোরাকাটা দাগ ও দেহের বিভিন্ন অংশের ছবি বিশ্লেষণ করে ১২৫টি বাঘ শনাক্ত করা হয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More