সুন্দরবনে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় জেলেদের ব্যবহৃত ১৬টি নৌকাও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কোস্টগার্ড সদরদপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম–উল–হক উদ্ধারে তথ্যটি নিশ্চিত করেন।
সিয়াম–উল–হক জানান, মুক্তিপণের জন্য পশ্চিম সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফের বাহিনী ১৬টি নৌকাসহ ৩৩ জন জেলেকে জিম্মি করে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোংলা ও নলিয়ান কোস্টগার্ড সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালানো হয়।
এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে দ্রুত বনের গহীনে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে ছয় নারীসহ ৩৩ জেলে ও ১৬টি বোট উদ্ধার করা হয়।
কোস্টগার্ড আরও জানান, উদ্ধারকৃত জেলেদের বাড়ি খুলনার কয়রা থানার বিভিন্ন এলাকায়। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ইএ/দীপ্ত নিউজ