সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ ব্যবস্থা প্রায় পুরোপুরি ভেঙে পড়েছে। নেটওয়ার্ক পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
সুদানে সবশেষ তিনদিন তথা ৭২ ঘণ্টার অস্ত্রবিরতি ব্যর্থ হয়েছে। আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের পক্ষ থেকে অস্ত্রবিরতি ঘোষণা করা হলেও, কোনো পক্ষই তা কার্যকর করেনি।
সংঘাতে গত এক সপ্তাহে সামরিক বেসামরিক মিলিয়ে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন সাড়ে তিন হাজারের বেশি।
সাইবার নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, সংঘাতের মধ্যে ইন্টারনেট সংযোগ ২ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ ইন্টারনেট সংযোগ থাকলেও ৯৮ শতাংশ ব্যবহারকারীর ফোন বা ডিভাইসই এখন নেটওয়ার্কের বাইরে। মূলত বিদ্যুতের ঘাটতি ও জেনারেটর সুবিধা সীমিত হওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো।
এমি/দীপ্ত