গেল ঈদুল আজহায় বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। এটি অভিনেতা আফরান নিশোর প্রথম ছবি। পরিচালক রায়হান রাফির এই ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক হল নিশোর।
‘সুড়ঙ্গ‘ ছাড়াও চলতি বছর ঈদে বাংলাদেশে বেশ কিছু বাংলা ছবি মুক্তি পেয়েছে। যার মধ্যে অন্যতম শাকিব খানের ‘প্রিয়তমা’। এছাড়া রয়েছে বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ ও অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’। একসঙ্গে চারটে ছবি মুক্তি পাওয়ায় প্রথম থেকেই জোর টক্কর চলছিল। এই চারটি ছবির মধ্যে সব থেকে বেশি চর্চিত হয়েছে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’।
‘সুড়ঙ্গ’ ছবির নির্মাতারা প্রথম থেকেই দাবি করেছেন ব্লকবাস্টার হতে চলেছে এই ছবি। শাকিব অনুরাগীরাও থেমে নেই, অন্যতম ‘প্রিয়তমা’ নিয়ে ক্রমাগত প্রচার চালিয়ে গিয়েছে তারা। হার মানতে রাজি নন তারা। যদিও শাকিব খানের অনুরাগী সংখ্যা বিরাট। এবার শাকিব অনুরাগীদের বিরুদ্ধে অভিযোগ তুললেন ‘সুড়ঙ্গ’ পরিচালক রায়হান রাফী। তার অভিযোগ সুড়ঙ্গ ছবিটি নিয়ে ‘পলিটিকস্’ চলছে। নোংরামি করছেন শাকিব অনুরাগীরা!
শনিবার (৮ জুলাই) মিরপুরে স্টার সিনেপ্লেক্সে ‘সুড়ঙ্গ’ সিনেমার স্পেশাল স্ক্রিনিং অনুষ্ঠানে সাংবাদিকদের রাফি বলেন, ‘আপনারা ‘প্রিয়তমা’ নিয়ে লাফালাফি করার করুন, ‘প্রিয়তমা’ বেস্ট ‘প্রিয়তমা’ এক নম্বর, আমাদের কোনও সমস্যা নেই। ‘সুড়ঙ্গ’ নিয়ে পোস্ট দিলে, আরও এক ‘প্রহেলিকা’ নিয়ে পোস্ট দিলে সেখানে আপনাদের নোংরামি করতে হবে, এই অধিকার তো কারও নাই। এর দায় কিন্তু যে তারকার ফ্যান তাকে নিতে হবে।’
এক্ষেত্রে তিনি শাকিব খানের কাছে অনুরোধ জানিয়ে বলেন, ‘শাকিব ভাই এত বড় এক জন স্টার, তাতে কোনও সন্দেহ নেই, ওর সিনেমা ভাল চলছে। উচিত একটা ভিডিও বার্তা দেওয়া তার অনুরাগীদের… যে তোমারা মানুষের পোস্টে নোংরামি কর না।’
পাশপাশি নিজের অবস্থান স্পষ্ট করে পরিচালক বলেন, ‘আমি মাদ্রাসায় পড়েছি, হোস্টেলে থেকেছি, এ জন্য রাজনীতিটা আমি খুব ভাল জানি। পলিটিকস্ না জানলে আমি এখানে আসতে পারতাম না।’ যদিও এই প্রসঙ্গে এখন পর্যন্ত শাকিব খানের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
শায়লা/ দীপ্ত নিউজ