ঝিনাইদহ সীমান্ত থেকে অত্যাধুনিক ভারতীয় পিস্তল, ৭ রাউন্ড এ্যামোনিশনসহ ম্যাগাজিন জব্দ করেছে বিজিবি।
রবিবার (৬ আগস্ট) সকাল ৭টায় জেলার মহেশপুর সীমান্তের জলুলি এলাকায় এক চোরাকারবারির বাড়ী থেকে এসব জব্দ করা হয়।
পলাতক আসামী ঝিনাইদহের মহেশপুর উপজেলার জুলুলী গ্রামের মৃত খোদা বক্সের ছেলে চোরাকারবারি রেজাউল ইসলাম (৫০) ।
৫৮ বিজিবির পরিচালক মাসুদ পারভেজ রানা জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন চোরাচালানের মাধ্যমে জুলুলী এলাকায় একটি চালান আসছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে এলাকার মেম্বারসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। চোরাকারবারী বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে নিজ বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে আসামীর নিজ বাড়ীতে অভিযান পরিচালনা করে খড়ি রাখার ঘরের মধ্যে পলিথিন দিয়ে প্যাঁচানো অবস্থায় আনুমানিক ৭ রাউন্ড এ্যামোনিশন, ১টি ম্যাগাজিনসহ ১টি ভারতীয় অত্যাধুনিক পিস্তল জব্দ করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত অস্ত্র, ম্যাগাজিন এবং এ্যামোনিশনসহ রেজাউল ইসলাম (৫০)কে পলাতক আসামী করে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
শায়লা/ দীপ্ত নিউজ