সুনামগঞ্জ জেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামে বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ১টা ২০ মিনিটে দোয়ারা বাজার উপজেলার ১২১৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম (৪৫) উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে।
শনিবার (১২ জুলাই) সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গরু চোরাচালানের উদ্দেশ্যে ১০ থেকে ১২ জন বাংলাদেশি ভারত সীমান্তে প্রবেশ করে। ফেরত আসার সময় বিএসএফ টহল দল বাধা দিলে তারা বিএসএফ টহল দলের ওপর ইট–পাটকেল ও পাথর নিক্ষেপ করে। এসময় বিএসএফ চার থেকে পাঁচটি সাউন্ড গ্রেনেড ছোড়ে তারপরও তারা নিবৃত না হলে ৩ থেকে ৪ রাউন্ড গুলি করে। এতে শফিকুল গুলিবিদ্ধ হলে সাথে থাকা সদস্যরা তাকে পরিবারের কাছে হস্তান্তর করে পালিয়ে যায়।
লে. কর্নেল জাকারিয়া আরও বলেন, আহত শফিকুল‘কে পরিবার সদস্যরা দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
দোয়ারা বাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএ