বিজ্ঞাপন
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, এনসিপির উদ্বেগ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক লাগাতার বাংলাদেশি নাগরিকদের হত্যায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এনসিপি’র যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সীমান্তে বাংলাদেশীদের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও উদ্বেগ জানিয়ে দলটি একই সাথে সীমান্তবর্তী সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার রাতে বিএসএফ এর গুলিতে হাসিবুল আলম নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়। একই সাথে ঝিনাইদহের পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম হোসেন নামে যুবককে পিটিয়ে হত্যা করে বিএসএফ। পরবর্তী ওয়াসিমের লাশ নদীতে ফেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ ধরনের হত্যাকাণ্ড অমানবিকতার চরম দৃষ্টান্তস্বরূপ।

বিজ্ঞপ্তিতে দলটি বলেছে, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক সমঝোতাকে সরাসরি ভঙ্গ করে অভ্যুত্থান পরবর্তী সময়ে সীমান্তে অব্যাহতভাবে বাংলাদেশের যুবকদের গুলি করে হত্যা করা হচ্ছে এবং এমনকি তাদের লাশের সাথেও চরম অমানবিক আচরণ করা হচ্ছে। চলতি মাসেই অন্তত তিনজন বাংলাদেশি নাগরিক বিএসএফের হাতে নিহত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নানা সময়ে বাংলাদেশের তরুণরা সীমান্ত হত্যার বিরুদ্ধে রাজনৈতিক ও সাংস্কৃতিক তৎপরতা অব্যাহত রেখেছে। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্রনীতি এখন পর্যন্ত সীমান্ত হত্যা বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

সকল নাগরিকদের নিরাপত্তার নিশ্চিতের আহ্বান জানিয়ে দলটি আরো বলেছে, রাষ্ট্রের তরফ থেকে সীমান্তবর্তী সকল জেলার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করুন। একইসঙ্গে, ঢাকাকেন্দ্রিকতার বাইরে গিয়ে সীমান্তবর্তী এলাকার নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে কর্মসূচি হাতে নিন।

অভ্যুত্থানের সরকার হিসাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সীমান্ত হত্যার মতো এমন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে আন্তর্জাতিক আদালতে উত্থাপন করার জোর দাবি জানায় এনসিপি।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More