শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

সীমান্তের শূন্যরেখায় স্বজনের লাশ দেখার সুযোগ দিলো বিজিবি-বিএসএফ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে নজিরবিহীন মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে বিজিবি ও বিএসএফ। সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বয়ে ভারতীয় এক নারী নাগরিকের মৃত্যুর পর তার বাংলাদেশি আত্মীয়দের অনুরোধে সীমান্তের শূন্যরেখায় লাশ দেখার সুযোগ করে দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার দুইছতরবিঘি গ্রামের বাসিন্দা ফনি বেগম (৭৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। বিষয়টি জানার পর বাংলাদেশে বসবাসকারী তার ভাই আতাউর রহমান ও স্বজনরা শেষবারের মতো বোনের মুখ দেখার ইচ্ছা প্রকাশ করেন। পরে বিজিবির সহযোগিতা চান।

আবেদনের পরপরই মহানন্দা ব্যাটালিয়ন প্রতিপক্ষ বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে উভয় বাহিনীর সম্মতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/এস এর কাছে শূন্য লাইনে বিজিবিবিএসএফের উপস্থিতিতে ফনি বেগমের লাশ দেখার ব্যবস্থা করা হয়। আত্মীয়রা শেষবারের মতো লাশ দেখে আবেগাপ্লুত হয়ে বিজিবি ও বিএসএফের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিজিবি অত্যন্ত মানবিক একটি বাহিনী। মানবিক সেবা ও মানুষের পাশে দাঁড়ানো আমাদের মৌলিক দায়িত্বের অংশ, যা আমরা আন্তরিকভাবে পালন করি।

মো. আলমগীর হোসেন/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More