চট্টগ্রামের সীতাকুণ্ডতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত এবং ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরইমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার (এমও)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস, একটি প্রাইভেট কারকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া আহত আরও অন্তত ১০ জনকে উদ্ধার করা হয়। আহতদের মধ্যে গুররুতর ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার (এমও) জানান, সকালে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস মহাসড়কে উল্টে যাওয়া খবর পাই। খবর পাওয়া মাত্রই উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করেছে।
উল্লেখ্য, এই ঘটনায় প্রায় ২ ঘন্টা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। বেলা ১১ টার দিকে দুর্ঘটনায় কবলিত গাড়িটে উদ্ধার করে সরিয়ে নেয় হাইওয়ে পুলিশ। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
এসএ/দীপ্ত সংবাদ