সীতাকুণ্ডের ছোট কুমিরায় একটি কন্টেইনার ডিপোর সামনে তুলার গুদামে আগুন লাগে। শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, সকাল দশটা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘একটি সুতার কারখানার তুলার গুদামে আগুন লাগার সংবাদ পেয়েছি। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আছেন।‘
প্রথম পর্যায়ে ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশন এবং পরবর্তীতে সীতাকুণ্ড স্টেশনও আগুন নেভানোর কাজে যোগ দেয়। তবে আগুন নিয়ন্ত্রণে না আসায় নগরীর আগ্রাবাদ স্টেশনও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। গুদামটিতে বিপুল পরিমাণ তুলার গাইট রয়েছে।
আফ/দীপ্ত সংবাদ