চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় আরও একজন মারা গেছেন। রোববার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত প্রবেশ লাল শর্মা (৫৫) মারা যান।
নিহত প্রবেশ লাল শর্মার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন। তিনি বলেন, প্রবেশ লালের মরদেহ মর্গে পাঠানো হচ্ছে।
এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ জন। রবিবার (৫ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসানের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। এই প্ল্যান্টে এয়ার সেপারেশন কলামে অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তদন্ত কমিটি। অক্সিজেন প্ল্যান্ট পরিচালনায় অদক্ষতা ও গাফিলতির কারণেও বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলেও মত বিশেষজ্ঞ দলের।
শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদম রসুল এলাকায় ‘সীমা অক্সিজেন‘ নামে একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ–অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বিস্ফোরণের ফলে আশপাশের দুই কিলোমিটার এলাকার ঘরবাড়ি, দোকানপাট, কারখানাসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের কাঁচের জানালা, দরজা, টিনের ছাদ ও ঘর ভেঙে গেছে।
আফ/দীপ্ত সংবাদ