ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাঠে নামার আগে হার্ট অ্যাটাক হয়েছে তামিম ইকবালের। তৎক্ষণাৎ তাকে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। সেখানে তামিমের হার্টে রিং পরানো হয়েছে। এখন তিনি সিসিইউতে (কার্ডিয়াক কেয়ার ইউনিট) ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকরা।
চিকিৎসকরা জানান, ১০০ শতাংশ ব্লক থাকায় আপাতত তামিমকে ঢাকায় নেয়া সম্ভব হবে না। তাই ঢাকা থেকে চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে। এরই মধ্যে হার্টে রিং (স্টেন্ট) পরানো হয়েছে। তবে শুরুতে সেই রিং পরানোর উপযুক্ত অবস্থায়ও ছিলেন না তামিম।
২২ মিনিট ধরে সিপিআর এবং ৩ বার ডি–সি শক দেয়ার পর তামিমকে রিং পরানোর সুযোগ পাওয়া যায়। তবে অনেক প্রচেষ্টায় সেই অপারেশন সফল হয়েছে। ব্লক সরিয়ে রিং পরানোর পর দ্রুত সময়ের মধ্যে জ্ঞান ফিরে পেয়েছেন তামিম। কথাও বলেছেন চিকিৎসকদের সঙ্গে।
আল