ফের রেকর্ড ব্যবধানে লঙ্কানদের বিপক্ষে পরাজিত বাংলাদেশ। এরআগে ২০০৯ সালে ৪৬৫ রানে তাদের বিপক্ষে হারতে হয়েছিল টাইগারদের। ২ ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
সোমবার (২৫ মার্চ) প্রায় দেড়দিন বাকি থাকতেই লঙ্কানদের বিপক্ষে ৩২৮ রানে হেরেছে বাংলাদেশ। শুধু রানের হিসাবে টেস্টে এটা তাদের যৌথভাবে ষষ্ঠ বড় হার।
প্রথম ইনিংসে লঙ্কানদের ২৮০ রানের প্রতি উত্তরে ১৮৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সফরকারী দল করে ৪১৮ রান। বাংলাদেশ জবাবে অলআউট হয়েছে ১৮২ রান করে। মুমিনুল অপরাজিত থাকেন ৮৭ রানে।
তৃতীয় দিন ৭ রান নিয়ে মাঠ ছেড়েছিলেন মুমিনুল। তাইজুল অপরাজিত ছিলেন ৬ রানে, চতুর্থ দিন সেখানে থেকেই আউট হন তিনি। এরপর মিরাজকে নিয়ে লড়াই শুরু করেন মুমিনুল। মিরাজ আউট হন ৫০ বলে ৩৩ রান করে। নিশ্চিত হার জেনে ধীরস্থির এক ইনিংস খেলেন মুমিনুল। ১১৫ বলে পূর্ণ করেন অর্ধশত রান।
মুমিনুলকে শরিফুল ইসলাম কিছুক্ষণ সঙ্গ দিয়ে করেন ১২ রান। তবে তার মতো সঙ্গ দিতে পারেননি খালেদ আহমেদ ও নাহিদ রানারা। নাহলে হয়তো সেঞ্চুরিই তুলে নিতে পারতেন মুমিনুল। ১৪৮ বলের ইনিংসে ১২টি চার ও একটি ছয় হাঁকান টেস্ট স্পেশালিস্ট।
লঙ্কানদের হয়ে ৫ উইকেট নেন কাসুন রাজিথা। বিশ্ব ফার্নান্দো ৩ ও লাহিরু কুমারা পান ২ উইকেট।এ টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। প্রথম ইনিংসে ১০২ ও দ্বিতীয় ইনিংসে ১০৮ করে ম্যাচসেরা হয়েছেন সিলভা।
মুমিনুল হকের একা লড়াইয়ে সিলেট টেস্টে পরাজয়ের ব্যবধান খানিকটা কমেছে বাংলাদেশ ক্রিকেট দল।
এসএ/দীপ্ত সংবাদ