সিলেট টেস্টে বাংলাদেশের দেয়া ৩৩২ রানের লক্ষ্যে নেমে বিপদে রয়েছে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত কিউইদের সংগ্রহ ৬ উইকেটে ৯৮ রান।
এই রান করে জিততে পারলে রেকর্ড করবে তারা। কারণ এর আগে কখনো এত রান তাড়া করে ম্যাচ জেতেনি নিউজিল্যান্ড।
এরইমধ্যে আউট হয়েছেন দলের অন্যতম ভরসা কেইন উইলিয়ামসন সহ ডেভন কনওয়ে ও টম লাথাম। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান উইলিয়ামসনকে, ব্যক্তিগত ১১ রানে শিকার করেন টাইগার স্পিনার তাইজুল।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৩৮ রানে। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতক হাঁকিয়ে ১০৫ রানে থামেন নাজমুল শান্ত। এছাড়া মুশফিকুর রহিম ও মেহেদী মিরাজের অর্ধশতকে, স্পিনিং উইকেটে মোটামুটি লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।
নিজেদের প্রথম ইনিংসে ৩১০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাবে নিউজিল্যান্ডের ইনিংস থামে ৩১৭ রানে।
এসএ/দীপ্ত নিউজ