পবিত্র ঈদুল ফিতরের জামাতকে সামনে রেখে সিলেট নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে তিনি সিলেটের প্রধান ঈদ জামাতের এই স্থান পরিদর্শন করেন।
এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর নিরাপত্তা ও সেবায় সবসময় নিয়োজিত আছে। পবিত্র রমজান মাসেও আমরা চেষ্টা করেছি নগরবাসীকে স্বস্তিতে রাখার।
তিনি বলেন, ঈদের জামাতকে সামনে আমরা সিলেটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা ড্রোনের মাধ্যমে নজরদারি করবো, সিসি ক্যামেরা থাকবে, হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা হবে, আমাদের সাইবার পেট্রোলিং টিম থাকবে। সেই সাথে আমাদের ট্রাফিক পুলিশ থাকবে, সাদা পোশাকে পুলিশ থাকবে।
তিনি মুসল্লীদের ঈদের জামাতে আসার সময় জায়নামাজ ছাড়া অন্য কিছু পরিবহন না করতে অনুরোধ জানান। মুসল্লীদের সাথে থাকা যানবাহন গুলো ঈদগাহ চত্তর থেকে দূরে রাখার আহবান জানান।
তিনি ঈদের সময় তরুন বাইকারদের বেপোরোয়া রাইড এর বিষয়টি তুলে ধরে বলে ঈদের দিন ও পরের দিন যুবকদের বেপরোয়া বাইক রাইডিং এ অনেক দুর্ঘটনা ঘটে সাবধানে মটরসাইকেল চালানোর পাশাপাশি নিজে ও পেছনেবসা দুজনকেই অবশ্যই হেলমেট পরার আহবান জানান। এই দুই দিন পুলিশ বাইকের ব্যাপারের কঠোর অবস্থানে থাকবে বলে এবং নগরবাসী সচেতন থাকলেও সহযোগিতা করলে আসন্ন ঈদুল ফিতরের জামাত আমরা নিরাপদ ও শান্তিপূর্ণ করতে পারব জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ–পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ–পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) সুদীপ দাস, অফিসার ইনচার্জ (কোতোয়ালি মডেল থানা) মোহাম্মদ আলী মাহমুদ, অফিসার ইনচার্জ ( এয়ারপোর্ট থানা) মোঃ মঈন উদ্দিন শিপন সহ অন্যান্য কর্মকর্তারা।
যূথী/দীপ্ত সংবাদ