সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে জন্ম নিয়েছে এক শিশু। সিরিয়ায় ভূমিকম্পে চাপা পড়া এক অন্তঃসত্ত্বা মা, ওই অবস্থায়ই জন্ম দেন শিশুটির।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে সিরিয়ার আলেপ্পো শহরে সন্তান জন্মের পরই মারা যান মা। ভূমিকম্পে শিশুটির বাবা, চার ভাইবোন এবং এক খালাও নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ পরই শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটি বর্তমানে সুস্থ আছে। তবে, বেঁচে নেই মা।
শিশুটির চাচা বার্তা সংস্থা এএফপিকে জানান, ভূমিকম্পের দিনই উদ্ধার কাজ চালানোর একটি আওয়াজ শুনতে পান তারা। তখন ধুলো পরিষ্কার কোরে নাড়ি জড়ানো অবস্থায় শিশুটিকে দেখেন, পরে নাড়ি কেটে হাসপাতালে নেয়া হয়।
ধ্বংসস্তূপের নিচে জন্ম নেয়া শিশুটির নাম রাখা হয়েছে আয়া। যার অর্থ অলৌকিক ঘটনা। বর্তমানে সে সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।