দুই ম্যাচে দাপট দেখানো টাইগারদের সামনে আজ সিরিজ জয়ের হাতছানি। ঘরের মাঠে এই সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসাবে দেখছে বাংলাদেশ। উগান্ডা–নামিবিয়ার মতো দলের পেছনে পড়ে বিশ্বকাপ বাছাই পর্ব পার হতে পারেনি জিম্বাবুয়ে। এক সময়ের সমীহ জাগানো ক্রিকেট শক্তির আজ বেহাল দশা।
মঙ্গলবার (৭ মে) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে দুপুর তিনটায় পাঁচ ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের তৃতীয় টি–টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
আগের দুই ম্যাচে যথাক্রমে ৮ উইকেট এবং ৬ উইকেট হাতে রেখে জিতেছে বাংলাদেশ। তবে স্বল্প রান তাড়া করতে নেমে প্রথমদিন ১৬তম ওভার ও অপরদিন ১৯তম ওভার পর্যন্ত ব্যাট করতে হয়েছে টাইগারদের।
সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের একাদশে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ নিক পোথাসও এমনটাই ইঙ্গিত দিয়েছেন।
এদিকে এই ম্যাচে জয়ের ছন্দে ফিরতে মরিয়া জিম্বাবুয়ে। বাংলাদেশকে হারিয়ে কমাতে চায় হার ব্যবধান।
তৃতীয় টি–টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
এসএ/দীপ্ত সংবাদ