বিরতি ছাড়াই সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজ নিশ্চিতের লক্ষ্যে টস জিতে আফগানদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি অনিক।
শুক্রবার (৩ অক্টোবর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে দেশের দুইটি বেসরকারি টেলিভিশন টি–স্পোর্টস ও নাগরিক টিভি।
এই ম্যাচের একাদশে ২ পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবকে বিশ্রাম দেয়া হয়েছে। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম।
অন্যদিকে সিরিজে টিকে থাকার মিশনে একাদশে ৩ পরিবর্তন এনেছে আফগানিস্তান। শারাফউদ্দিন আশরাফ, ফরিদ আহমেদ মালিক ও মোহাম্মদ ইসহাকের জায়গায় একাদশে এসেছেন ওয়াফিউল্লাহ তারাখিল, আবদুল্লাহ আহমাদজাই, মুজিব উর রহমান।
আফগানিস্তান একাদশ: সেদিকউল্লাহ আতাল, ইবরাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ডারউইশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), আবদুল্লাহ আহমাদজাই, নূর আহমেদ, মুজিব উর রহমান।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।
এসএ