দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের লক্ষ্যে আজ মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সহজ জয় পেলেও ব্যাটিং নিয়ে চিন্তায় রয়েছে দল। মিরপুরের ইউকেট ধীর গতির হওয়ায় স্পিন বিভাগ আরও শক্ত করেই মাঠে নামছে মেহেদী হাসান মিরাজের দল। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড় টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও মিরপুরের কালো মাটির ইউকেটে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে। প্রথম ম্যাচে লেগ স্পিনার রিশাদ হোসেন ৬ উইকেট নিয়ে নজর কাড়েন। তার সঙ্গে এই ম্যাচে তানভির ইসলাম ও মেহেদী হাসান মিরাজ থাকছেন স্পিন আক্রমণের ভরসা হিসেবে। বাঁ–হাতি স্পিনার নাসুম আহমেদও ফিরতে পারেন দলে, যিনি সাম্প্রতিক টি–টোয়েন্টি সিরিজে ভালো বোলিং করেছিলেন।
অন্যদিকে ব্যাটিং লাইনআপে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। তবে টপ অর্ডারে নাজমুল হোসেন শান্তর ফর্ম নিয়ে প্রশ্ন রয়েছে। প্রথম ম্যাচে তাওহিদ হৃদয় ও অভিষেক হওয়া মাহিদুল ইসলাম অংকনের ব্যাটে ভর করে দল ২০০ পার করেছিল। তাই মিলড অর্ডারে তারা দুইজন থাকছেন নিশ্চিত ভাবেই। বোলিং এর পাশাপাশি মিরাজের ভূমিকাও এখানেই। আর ইউকেট রক্ষার সাথে ফিনিশিং এর দ্বায়িত্বটা নিতে হবে নূরুল হাসান সোহানকে।
এছাড়া পেস এটাকে থাকবে মিরপুরের স্পেশালিস্ট বোলার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
সম্ভাব্য একাদশ (বাংলাদেশ):
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অংকন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান।