আফাগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। কোনো বিরতি ছাড়াই শুক্রবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় দ্বিতীয় টি–টোয়েন্টিতে শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানদের মুখোমুখী হবে জাকের–তামিমরা। এ ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় পাবে বাংলাদেশ। অন্যদিকে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই রশিদ–নবিদের।
সিরিজে জয়ের দিনে কোনো অঘটন না হলে আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে দিয়ে ওপেন করবে বাংলাদেশ। ওয়ান ডাউনে দেখা যাবে এশিয়া কাপে বাংলাদেশের সেরা রানসংগ্রাহক সাইফ হাসানকে। অবশ্য প্রথম ম্যাচে রান পাননি সাইফ।
আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ধ্বসে পড়েছিল দলের মিডল অর্ডার। সেখানে আজ পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। অধিনায়ক জাকের আলীর পর পাঁচ নম্বর পজিশনে শামীম হোসেনের পরিবর্তে ফর্মে থাকা তাওহীদ হৃদয়কে অন্তর্ভুক্ত করা হতে পারে। আগের ম্যাচে নুরুল হাসান সোহান অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়ায় একাদশে তার জায়গাও অনেকটাই নিশ্চিত।
স্পিন বিভাগে সাফল্যের কারণে নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের জুটি ভাঙার কোনো সম্ভাবনা নেই। দুজনই আগের ম্যাচে কার্যকর বোলিং করেছেন।
তবে পেস বোলিং আক্রমণে আসতে পারে পরিবর্তন। টানা খেলার ধকল সামলাতে এবং বেঞ্চের শক্তি পরীক্ষার জন্য তাসকিন আহমেদকে আজ বিশ্রাম দেয়া হতে পারে। সেক্ষেত্রে তার জায়গায় দলে ফিরতে পারেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের দলে থাকা অনেকটাই নিশ্চিত।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান, পারভেজ ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), তাওহীদ হৃদয়/শামীম হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ।