দ্বিতীয় টি–টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। ডাম্বুলায় টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭৭ রান তোলে টাইগাররা। জবাবে ৯৪ রানে গুটিয়ে যায় লঙ্কানরা।
ডাম্বুলায় ১৭৮ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ছিলো লঙ্কান দুই ওপেনার নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। তবে দ্বিতীয় ওভারের পঞ্চম বলে পয়েন্ট থেকে শামীমের সরাসরি থ্রোতে রান আউট হন মেন্ডিস। এরপর ৩০ রানেই ৪ উইকেট হারায় লঙ্কানরা।
এক পাশ আগলে রাখার চেষ্টা চালান নিশাঙ্কা। তবে ৩২ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত টাইগার বোলারদের দাপুটে বোলিংয়ে ৯৪ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। রিশাদ ৩টি এবং শরিফুল ও সাইফউদ্দিন নেন ২টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানে তামিম ও ইমনকে হারায় বাংলাদেশ। সেখান থেকে হৃদয়ের আগ্রাসী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ৩১ রানে হৃদয় সাজঘরে ফেরার পর মিরাজ আউট হন বাজে শট খেলে।
শুরুতে কিছুটা ঝিমুতে থাকা লিটন ক্রমশই খোলস ছেড়ে বেরিয়ে আসেন। শামিমকে সাথে নিয়ে গড়েন ৭৭ রানের জুটি। লিটন ৫০ বলে তোলেন ৭৬ রান। শেষ দিকে শামিমের ২৭ বলে ৪৮ রানের সুবাদে ১৭৭ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।
ইশান হাসান/দীপ্ত স্পোর্টস