সিরাজগঞ্জে প্রতিদিনই হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আক্রান্ত ও মৃতের সংখ্যা কোনভাবেই যেন থামানো যাচ্ছে না। হাসপাতালগুলোতে চলছে শয্যা সংকট। অনেক রোগীকে মেঝেতে–বারান্দায় বিছানা পেতে চিকিৎসা দেয়া হচ্ছে। সেই সঙ্গে ডেঙ্গু রোগীর চিকিৎসায় স্যালাইনের চরম সংকট দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১,৬২৮ জন। এর মধ্যে ১,৪৭৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দু’জন ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫০ জন।
জানা গেছে, জেলা–উপজেলার বিভিন্ন হাসপাতালের পাশাপাশি শিরায় দেয়া স্যালাইনের সংকট দেখা দিয়েছে ওষুধের দোকানগুলোতেও। অধিকাংশ ফার্মেসিতে মিলছে না কোনো স্যালাইন। বিভিন্ন জায়গায় ঘুরে মিললেও গোপনে বাড়তি দামে কিনতে হচ্ছে। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও স্বজনদের ।
এ দিকে সিরাজগঞ্জ সিভিল সার্জন ড: রামপদ রায় জানান, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। হাসপাতালগুলোতে পুরোপুরি স্যালাইনের সংকট নেই। হাসপাতালের বাইরে ও বাজারে ফার্মেসিতে যে স্যালাইন সংকটের কথা শুনেছি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে সমন্বয় করে তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে ।
সিরাজুুল ইসলাম/পূর্ণিমা/দীপ্ত নিউজ