দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে সিরাজগঞ্জের বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৮ জুন ) বেলা ১১টায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সিরাজগঞ্জের বাহিরগোলা বিদ্যুৎ অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। সেখান থেকে বিএনপির একটি প্রতিনিধি দল নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই লিমিটেডের (নেসকো) বিতরণ বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলী অসিত পোদ্দারের কাছে স্মারকলিপি দেয়া হয়।
এ সময় বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদন না করেই ক্যাপাসিটি চার্জের নামে ২০ হাজার কোটি টাকা পরিশোধ করা হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা চুরি ও কুইক রেন্টালের নামে কুইক চুরি লুটপাটের পরিণতি হচ্ছে অভাবনীয় লোডশেডিং ।
সমাবেশে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশসহ জেলা বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিরাজুল ইসলাম/এমি/দীপ্ত নিউজ