সিরাজগঞ্জ যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় যমুনার পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পায়। তবে এখনও বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।
যমুনা নদীর পানি বাড়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাড়িঘর ও বিস্তীর্ণ ফসলি জমি প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন।
মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনার পানি বেড়েছে ৯ সেন্টিমিটার। কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানিও বাড়ছে।
এদিকে তিস্তার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এসএ/দীপ্ত নিউজ