শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

সিরাজগঞ্জে তাঁতিদের মধ্যে সুতা ও কেমিক্যাল বিতরণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

সিরাজগঞ্জ প্রাথমিক পাঁচটি তাঁতী সমিতি’র মাঝে বিনা শুল্কে তাঁত বোর্ডের ১০ কোটি টাকার সুতা ও কেমিক্যাল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার মালশাপাড়া কাটাওয়াপদা এলাকায় এ সূতা ও কেমিক্যাল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মাহমুদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ তাঁত বোর্ড এর যুগ্নসচিব (এসএন্ডএম) দেবাশীষ নাগ ।

এ সময় প্রধান অতিথি বলেন, তাঁত শিল্পের সাথে জড়িত যারা তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে তাই ক্ষতিগ্রস্থ তাঁতীদের টিকিয়ে রাখতে বছরজুড়ে পর্যায়ক্রমে সুতা ও কেমিক্যাল বিতরণ করে আসছে বাংলাদেশ তাঁত বোর্ড। তাঁতীদের যে সকল সমস্যা আছে সেগুলো তাঁত বোর্ডকে অবগত করবেন। আমরা সেগুলো আলোচনা করে নিরসন করার চেষ্টা করব।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ৩ নম্বর ওয়ার্ড, সয়দাবাদ ইউনিয়নের ২ ,৮ নং ওয়ার্ড, বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ও দূর্গানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের প্রাথমিক সমিতির মোট ১৫৮ জনকে মোট ১০কোটি ৩৬ লক্ষ টাকার ক্যেমিক্যাল, রং ও সুতা বিতরন করা হয়।

এদিকে বিনা শুল্কে তাঁত বোর্ডের সুতা ও কেমিক্যাল পেয়ে উচ্ছ্বসিত তাঁতী রফিকুল ইসলাম ও আরিফ হোসেন বলেন, সরকার তাঁতীদের দিকে এভাবে সুনজর দিলে সিরাজগঞ্জে তাঁত শিল্প আবার প্রাণ ফিরে আসবে ও তাঁত শিল্প আরো সামনের দিকে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, তাঁত বোর্ডের লেয়াজু অফিসার তন্বী খাতুন, সহকারী কমিশনার রাসেল আহমেদ, জাতীয় তাঁতি বোডের সভাপতি মনোয়ার হোসেন ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হেলাল আহমেদসহ জেলার বিভিন্ন তাঁত সমিতির সদস্যরা।

 

আরও পড়ুন: সিরাজগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

 

সিরাজুল / আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More