ঈদুল ফিতর উপলক্ষে সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানগুলো ছুটি হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে শুরু করেছে উত্তর ও দক্ষিনবঙ্গের মানুষ। ফলে যানবাহনের চাপ বেড়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। মহাসড়কটিতে যানবাহনের বাড়তি চাপ থাকলেও নেই কোন যানযট।
বুধবার(১৯ এপ্রিল) সকাল থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবীর জানান, উত্তর ও দক্ষিনাঞ্চলের ২২টি জেলার যানবাহন চলাচল করে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক হয়ে। ঈদের ছুটি হওয়ায় পরিবারের সাথে ঈদ উদযাপনে বাড়ি ফিরছে উত্তর ও দক্ষিনাঞ্চলের মানুষ। ফলে যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কটিতে। অতিরিক্ত চাপের ফলে সয়দাবাদ, কড্ডা ঝাঐল ও পাচলিয়া এলাকায় কিছুটা ধীরগতি সৃষ্টি হচ্ছে তবে কোন যানযট নেই। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে ২২ কিলোমিটার মহাসড়কে দায়িত্ব পালন করছে প্রায় ৮০০ পুলিশ সদস্য।
এদিকে পরিবারের সাথে ঈদ উদযাপনে জীবনের ঝুকি নিয়ে ট্রাক, প্রাইভেটকার, পিকআপভ্যানে বাড়ি ফিরছে মানুষ। ঘড়মুখো যাত্রিদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এ সকল যানবাহনে যাতায়াতে।
যূথী/দীপ্ত সংবাদ