রাজধানী নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। এরই মধ্যে সিটি কলেজের নামফলক আবারো খুলে নিয়েছে ঢাকা কলেজ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার পর এ ঘটনা ঘটে।
এর আগেও সিটি কলেজের নামফলক একবার খুলে নেয় ঢাকা কলেজ শিক্ষার্থীরা। তখন ওই ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এর আগে, রাজধানীর ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয় সায়েন্সল্যাবরেটরি এলাকা। সংঘর্ষ থামাতে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এসময় শিক্ষার্থী ও পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
বর্তমানে নিউমার্কেট এলাকার পরিস্থিতি থমথমে এবং উত্তেজিত। যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এ বিষয়ে ডিএমপি রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, পরিস্থিতি এখন কিছুটা শান্ত আছে। আমরা এখন সিটি কলেজের সামনে আছি। রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছি। তবে শিক্ষার্থীরা মাঝেমধ্যে ইট পাটকেল নিক্ষেপ করছে।
এসএ