ফেনীর ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সিরহাট থেকে সিএনজি অটোরিক্সায় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী চিকিৎসক। ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকা ও জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার একদিন পার হয়ে গেলেও পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত করতে পারেনি।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, পুরাতন মুন্সিরহাট থেকে ফুলগাজী বাজারে কেনাকাটার উদ্দেশ্যে সিএনজি অটোরিক্সায় উঠেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফারিন। যাত্রী ছদ্মবেশে আগে থেকে বসা ছিল তিন ছিনতাইকারী। গাড়ীটি পুরাতন মুন্সিরহাট ও নতুন মুন্সিরহাটের মাঝামাঝি জায়গায় পৌঁছলে চালক গাড়ীটি থামায়। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জিন্মি করে টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী চক্র।
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম জানান, ডা. ফারিন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে জানিয়েছেন।
ফুলগাজী থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, ঘটনাটি শুনেছেন। এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পাননি। মৌখিক অভিযোগের ভিত্তিতে স্থানীয় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
আবদুল্লাহ আল–মামুন/পূণিমা/দীপ্ত নিউজ