সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডে লাইনম্যান হারুন হত্যার ঘটনায় মামলা রেকর্ড হয়েছে। ফেনীর ছাগলনাইয়া উপজেলা শহরে রবিবার ( ৯ জুলাই) বিকালে হত্যাকান্ডের পর রাতেই নিহতের স্ত্রী আরিফা বেগম বাদি হয়ে ছাগলনাইয়া থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হচ্ছেন– সিএনজি চালক বেলাল হোসেন ও তার ছেলে ইমাম হোসেন বাপ্পি। তাদের বাড়ি নোয়াখালীর সুধারাম থানার ধর্মপুর গ্রামে। তারা বাবা–ছেলে দীর্ঘদিন ছাগলনাইয়া শহরে ভাড়া বাসায় থেকে সিএনজি চালাতেন। ঘটনার পর পুলিশ অভিযুক্ত প্রধান আসামী বেলালকে গ্রেফতার করেছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ জানান, লাইনম্যান হারুন হত্যা মামলার প্রধান আসামি সিএনজি চালক বেলালকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিকে গ্রেফতারের চেস্টা চলছে৷
এর আগে রবিবার বিকালে ছাগলনাইয়া সিএনজি স্টেশনে তুচ্ছ ঘটনায় লাইনম্যান হারুনকে পিটিয়ে হত্যা করে সিএনজি বেলাল ও তার ছেলে বাপ্পি।
আবদুল্লাহ মামুন/ আল / দীপ্ত সংবাদ