মসজিদ ও কবরস্থানের জায়গা বিরোধ মিমাংসায় অনুষ্ঠিত সালিশী বৈঠকে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে কুপিয়ে পাঁচজনকে মারাত্মক জখম করেছে। রবিবার (২৪ এপ্রিল) রাতে ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ফেনী কার্ডিয়াক হাসপাতালের পরিচালক মাইন উদ্দিন সোহাগ ও তার ছোট ভাই রয়েছে। পরে ৯৯৯ এ কল করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতদের প্রথমে উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ফেনী জেনারেল হাসপাতাল ও দুইজনকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিফ ইকবাল জানান, আহতদের অবস্থা আশংকাজনক। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ক্ষতস্থানে সেলাই করা হয়েছে।
আহত মাইন উদ্দিন সোহাগ বলেন, আমাদের পরিবারের দানকৃত জায়গায় মসজিদ এবং কবরস্থান নির্মাণ করা হলেও প্রতিপক্ষরা তাদের জায়গা দাবি করে আসছিলো। রোববার রাতে বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশ হওয়ার কথা থাকলেও বৈঠকে প্রতিপক্ষের ইকবাল, জাকির, শিবলু, রিপন, শাহিনসহ ২৫ থেকে ৩০ জন লোক অতর্কিতভাবে দা ছুরি নিয়ে আমাদের উপর হামলা চালায়।
এ ব্যাপারে জানতে অপর পক্ষের ইকবাল হোসেনের মুঠোফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম সালিশী বৈঠকে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৯৯৯ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এফএম/দীপ্ত সংবাদ