চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত, আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছেন সালমান শাহ ভক্তরা।
শনিবার (১ নভেম্বর) বেলা আড়াইটায় জাতীয় প্রেস ক্লাব সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, আসামিদের দ্রুত গ্রেপ্তার‘সহ মোট ৫টি দাবি উত্থাপন করা হয়। আয়োজকদের মধ্যে থেকে এই দাবিগুলো জানান মাসুদ রানা নকীব।
দাবিগুলো হলো—
১/ পিবিআই প্রতিবেদনে যে ৫টি কারণ উল্লেখ করা হয়েছিল তা পুনরায় খতিয়ে দেখা এবং র্যাবের তদন্ত স্থগিত রেখে কেন পিবিআইকে তদন্ত দায়িত্ব দেওয়া হয়েছিল তা যাচাই করা। পিবিআই প্রতিবেদনের অসঙ্গতিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করা।
২/ মামলায় অভিযুক্ত আসামিদের অনতিবিলম্বে গ্রেপ্তার করা এবং ন্যায়বিচার স্বার্থে আসামিদের আগাম জামিন দেয়া থেকে বিরত থাকা।
৩/ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দেশের চলমান আইন নিয়মানুসারে হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া।
৪/ বিদেশে পালিয়ে থাকা আসামিদের ইন্টারপোল সহায়তায় গ্রেপ্তার করে দেশে এনে দ্রুত বিচারকার্য সম্পন্ন করা।
৫/ ডিবি ও সিআইডি থেকে আত্মহত্যার কথা উল্লেখ করে কেন ভুল রিপোর্ট দেওয়া হয়েছিল, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই করা।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানী ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহ মরদেহ উদ্ধার করা হয়। এরপর একে একে থানা–পুলিশ, সিআইডি, র্যাব, পিবিআইসহ একাধিক সংস্থা তদন্ত চালায়। সব প্রতিবেদনেই ঘটনাটিকে আত্মহত্যা বলা হয়।
মাত্র ২৫ বছরের জীবনে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন সালমান শাহ। নব্বই দশকে দেশের চলচ্চিত্রে রোমান্টিক হিরোর নতুন ধারা শুরু হয় তাঁর হাত ধরে। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেমযুদ্ধ’সহ তাঁর প্রতিটি সিনেমাই বক্স অফিসে হিট হয়।
এসএ