সারাবিশ্বে একই তারিখে রোজা ও ঈদ পালনের আহ্বান জানিয়েছে মুসলিম উম্মাহ ট্রাস্ট। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সর্বোচ্চ ফিকহ অ্যাকাডেমির সিদ্ধান্তে বিশ্বব্যাপী অভিন্ন হিজরি তারিখ বাংলাদেশেও বাস্তবায়নে সরকারের প্রতি দাবি জানিয়েছেন সংগঠনটি।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে মুসলিম উম্মাহ ট্রাস্ট আয়োজিত এক সেমিনারে এসব দাবি জানানো হয়।
সেমিনারে বক্তারা বলেন, বিজ্ঞানের উন্নতি হওয়ায় আকাশে চাঁদ দেখা গেলে সারা বিশ্বে খবর পৌঁছে যাচ্ছে। এজন্য একই সময়ে রোজা ও ঈদ পালনে ইসলামি শরিয়তে কোনও বাধা নেই। গোটা বিশ্বের মুসলিম উম্মাহ থেকে বিচ্ছিন্ন হয়ে একদিন বা দুদিন পরে হিজরি মাস শুরু করছে বাংলাদেশ। এ জন্য দেশের মুসলিমরা সঠিক তারিখে ইবাদত পালনের সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন।
আরও পড়ুন: ইউনেস্কোর স্বীকৃতি পেল রমজান মাসের ইফতার
তারা বলেন, রোজা ও ঈদ পালন ‘চাঁদ দেখার ওপর নির্ভরশীল’ কথাটা অনাবশ্যক এবং ত্রুটি সৃষ্টিকারী। পৃথিবীর দেশে দেশে চাঁদ দেখার কোনও প্রয়োজন নেই। সমগ্র বিশ্বের কোথাও না কোথাও চাঁদ দেখা গেলেই চন্দ্র মাস শুরু হয়ে যায়।
মুসলিম উম্মাহ ট্রাস্টের উপদেষ্টা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. এম শমসের আলীর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কাজী মুহাম্মাদ রেজাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান এবং সংগঠনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আ ন ম রশীদ আহমাদ মাদানী প্রমুখ।
এজে /আল / দীপ্ত সংবাদ