জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া–মোনাজাতসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ। নগরীর বড়পুল এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
জাতীয় শোক দিবসকে ঘিরে রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
ময়মনসিংহে নগরীর বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ।
চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতাসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী।
শোক দিবসকে ঘিরে সাভারে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্মরণ করেন ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের।
জাতীয় শোক দিবসে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদাণ করে বিজিবি।
এছাড়া মেহেরপুর, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, দিনাজপুর, শেরপুর ও টাঙ্গাইলসহ দেশের সব জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
আল/ দীপ্ত সংবাদ