টাঙ্গাইল–৫ আসন, নারায়ণগঞ্জ–১ ও ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের নির্বাচন জমিয়ে তুলেছেন স্বতন্ত্র ও তৃণমূল বিএনপির প্রার্থীরা। জয়ের ব্যাপারে তারা বেশ আশাবাদী।
সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার আহসান হাবিবের বাড়ি, টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায়।
১৯৯৩ সালে টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর ছিলেন তিনি। ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে, টাঙ্গাইল সদর আসন থেকে বিএনপি‘র মনোনয়নপ্রত্যাশী ছিলেন আহসান হাবিব।
তব, এবার টাঙ্গাইল–৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন, বিএনপির বহিস্কৃত এই নেতা।
বিএনপির আরেক বহিস্কৃত নেতা তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জ–১ আসনে নির্বাচন করছেন তৃণমূল বিএনপি থেকে।
তৈমূরের অভিযোগ, তাকে পোস্টার লাগাতে দেয়া হচ্ছে না। যেগুলো লাগানো হয়েছে, ছিড়ে ফেলা হচ্ছে সেগুলোও।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন এসএকে একরামুজ্জামান। নির্বাচনে অংশ নিতে চাইলে, দল থেকে বহিষ্কৃত হন। তবে সরে দাঁড়াননি।
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
সম্প্রতি একরামুজ্জামানকে সমর্থন জানিয়ে, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মুহাম্মদ শাহনুল করিম। অংশ নিচ্ছেন একরামুজ্জামানের নির্বাচনী প্রচারণাতেও।
এসএ/দীপ্ত নিউজ