সারাদেশে জেঁকে বসেছে শীত। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। নওগাঁয় ঘনকুয়াশার কারণে দিনের বেলায়ও সড়কে যানবাহন চলাচল করছে, হেড লাইট জ্বালিয়ে।
ঘন কুয়াশায় ঢেকে আছে উত্তরের জেলা পঞ্চগড়। সকাল ৯টায় তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুঁলিয়া আবহাওয়া অফিস।
কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের জনজীবন। সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।পটুয়াখালীতে গুড়ি গুড়ি বৃষ্টির মত পড়ছে কুয়াশা। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের।
কুড়িগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আল / দীপ্ত সংবাদ