রাজধানীর পাশাপাশি সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে দুর্গোৎসব।
চট্টগ্রামে সকাল থেকে মন্ডপে মন্ডপে দেবীর ভক্ত–অনুসারিদের ঢল নামে। বন্দর নগরীর ১৫টি উপজেলায় এবার ২ হাজারের বেশি মন্ডপে চলছে পূজা।
বরিশাল নগরীর বিভিন্ন মন্দির ঘুরে দেয়া যায় দেবি দুর্গার আগমনে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিকে পটুয়াখালী জেলার সন্ধ্যায় ২০০ টি মন্ডপে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা।
রাজশাহী মহানগরীর মন্দিরগুলোতে সকালে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজা সম্পন্ন হয়। সন্ধ্যায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস হবে।
নারায়ণগঞ্জে ২২৪টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। অন্যদিকে যশোরে ৮টি উপজেলায় এবার ৭৩৩টি মন্দির ও মন্ডপে শারদীয় দুর্গাপূজা আয়োজন করা হয়েছে
সাভার উপজেলায় ২২২টি মণ্ডপে হচ্ছে দুর্গা পূজা। ভোর থেকেই মন্দিরে মন্দিরে শুরু হয়েছে পূজার কার্যক্রম।
মাগুরা জেলায় এ বছর ৭০৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। যার মধ্যে জেলা সদরে পৌরসভার সহ ২৫৫ টি, শ্রীপুর উপজেলাতে ১২৫ টি, মহম্মদপুর উপজেলাতে ১৫৫টি ও শালিখা উপজেলাতে ১৭০টি।
এসএ/দীপ্ত নিউজ