সাভারে এক হোটেল ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি করায় তিনজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (৩০ আগস্ট) রাত ৮ টার দিকে সাভার পৌর এলাকার নামাবাজারে এ ঘটনা ঘটে। পরে রাতে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী।
আহতরা হলেন, হোটেল ব্যবসায়ী শহর আলী(৫৫), তার ছোট ভাই আদম আলী(৪৫) ও ওয়াসিম (৪০)। গুরুতর আহত আদম আলীকে সাভার এনাম মেডিকেল কলেজে এন্ড হাসপাতালে আশংকা জনক অবস্থার ভর্তি করা হয়েছে।
অভিযুক্তরা হলেন–জুয়েল মিয়া(২৬), নার্গিস বেগম(৪২), চান্দু মিয়া(৫০), নোভা(১৯) ও জয়(৩০)
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাভারের নামাবাজারে হোটেল ব্যবসায়ী শহর আলীর হোটেলে বুধবার রাত ৮টার দিকে জুয়েল মিয়াসহ অভিযুক্তরা দেশী অস্ত্রসহ এসে ৫ লাখ টাকা দাবি করে। শহর আলী টাকা দিতে অস্বীকৃতি করায় জুয়েল ছুরি দিয়ে তাকে আঘাত করে আহত করে।
আরও জানা যায়, ছোট দুই ভাই আদম ও ওয়াসিম ঘটনাস্থলে এসে জুয়েলসহ বাকিদের আটকানোর চেষ্টা করলে তাদের উপরও ছুরি দিয়ে হামলা করে। ঘটনার পরে স্থানীয়রা জড়ো হতে থাকলে অভিযুক্তরা থানায় অভিযোগ করলে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে শহর আলীসহ তার দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সাভার মডেল থানার পরিদর্শক নয়ন কারকুন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান চলছে৷
এসএ/দীপ্ত নিউজ