ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের দুই পাশে ময়লা-আবর্জনার স্তুপের কারণে জনগণের ভোগান্তি বাড়ছে। শুধু মহাসড়কের দুই পাশই নয়, সাভার পৌরসভার ময়লা ফেলা হচ্ছে আবাসিক এলাকার অস্থায়ী ডাম্পিং স্টেশনে।
এছাড়া সাভার বাস স্ট্যান্ড, কমলাপুর, পলাশবাড়ী, বাইপাইলসহ বিভিন্ন স্থানকে ময়লা ফেলার স্থান হিসাবে বেছে নেয়া হয়েছে । নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় মহাসড়কের পাশে এবং আবাসিক এলাকার খালি জায়গায় ময়লা ফেলা হচ্ছে । এতে পরিবেশ দূষণের পাশাপাশি ভোগান্তিতে পড়ছে মানুষ।
পরিচ্ছন্নতা কর্মীরা বলেন, নির্দিষ্ট জায়গা না পাওয়ায় নিরুপায় হয়ে যেখানে সেখানে ময়লা ফেলছেন তারা।
যত্রতত্র ময়লা ফেলায় পরিবেশ নষ্ট ও বসবাসের অযোগ্য হয়ে পড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জামাল উদ্দিন রুনু বলেন, প্রতিনিয়ত যত্রতত্র ময়লা ফেলায় যেমন নগর জীবনের মান কমছে তেমনি হারাচ্ছে পরিবেশের সৌন্দর্য।
সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, সাভার পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের সঙ্গে আলাপ হয়েছে। আমরা আশা করছি দ্রুতই এ বিষয়টি সমাধান হবে। এছাড়াও দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে ইতোমধ্যে নির্ধারিত ডাম্পিং স্টেশন নির্মাণ ও ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এফএস/দীপ্ত