ঢাকার সাভারে বলিয়ারপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে আসা আরেকটি দূরপাল্লার গণপরিবহনের ধাক্কায় গণেশ (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় আহত হয়েছে দুই বাসে থাকা আরও কয়েকজন।
শনিবার (০৮ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাভারের বনগাঁও ইউনিয়নের মৃত মৌমেন চন্দ্র দাশের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা–আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ডে মৌমিতা পরিবহনের একটি বাস দাঁড়িয়ে যাত্রী নিচ্ছিলেন। এসময় পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একে ট্রাভেলস পরিবহন নামে একটি দুরপাল্লার পরিবহন এসে দ্রুত গতিতে ধাক্কা দেয়। পরে মৌমিতা পরিবহন সড়ক থেকে নিচে পরে গেলে বাসের চাপায় গণেশ মারা যায়। এবং একে ট্রাভেলসের বাস ডিভাইডারের উপর উঠে যায়। এ ঘটনায় আহত হয়েছে দুই বাসে থাকা যাত্রীরা।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, এ ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহে উদ্ধার করেছে। এছাড়া বাস দুটোকে আটক করা গেলেও চালক ও সহযোগীরা পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে৷
হালিম/আফ/দীপ্ত নিউজ