রাজধানীর সাভার ভাকুর্তা ইউনিয়নে হাত–পা বেঁধে জোরপূর্বক এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ভূক্তভোগীর পরিবার বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
জানা গেছে, সোমবার (২১ আগস্ট) ঢাকা সাভার ভাকুর্তা ইউনিয়নের লুটের চর এলাকায় পরিবারের সদস্যদের অজ্ঞান করে ঐ কিশোরীর হাত–পা বেঁধে মুখে গামছা ঢুকিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এসময় নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয় ধর্ষণকারীরা।
ভূক্তভোগী ওই কিশোরীর ভাইয়ের দাবি, স্থানীয় সাবেক ইউপি সদস্যের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
তিনি আরও জানান, সোমবার দিবাগত রাতে তার বাবা–মা ও ছোট বোনের সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে প্রতিবেশি স্বজনরা তাকে ডেকে তোলার পর বোনের কক্ষে যান তিনি। পরে বোনের কাছ থেকে জানতে পারেন রাতে গ্রিল কেটে তিনজন ঘরে ঢুকে হাত–পা বেঁধে মুখে গামছা গুজে ধর্ষণ করেছে তার বোনকে। ওই সময়ে তার বোন তাকে ডাকলেও শুনতে পাননি তিনি। পরে নগদ টাকা ও বেশকিছু স্বর্ণের অলংকার, দুটি মোবাইল ফোন নিয়ে যায় দূর্বৃত্তরা।
পরে সাভার মডেল থানায় মঙ্গলবার (২২ আগস্ট) রাতে মামলা দায়ের করা হয়েছে। ঐ কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে এবং তার বাবা–মাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানায়, ভাকুর্তা ইউনিয়নে পরিবারের সবাইকে অচেতন করে এক কিশোরীকে ধর্ষণ ও মালামাল লুটের ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ